• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে ‘বিসিএস আড্ডা’ বসবে সোমবার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৫:২৬ পিএম
জাবিতে ‘বিসিএস আড্ডা’ বসবে সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ও চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য আয়োজিত হবে ‘বিসিএস আড্ডা’ অনুষ্ঠান। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মারিয়ম জাহান সাবিলা এমন তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে মারিয়ম জাহান সাবিলা বলেন, “সোমবার (২৮ মার্চ) বিকাল ৩টা হতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হবে। অনুষ্ঠানে দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘বিসিএসের’ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন অতিথিরা।”

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাবির সাবেক ভাইস চ্যান্সেলর এবং পিএসসি সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। 

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শামীম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।

এছাড়া উপস্থিত থাকবেন জাবির ক্যারিয়ার ক্লাবের সকল উপদেষ্টামণ্ডলী।

অনুষ্ঠানটির আয়োজনে ‘Title Sponsor’ হিসেবে রয়েছে Lojens। ‘Lojens’ বিসিএস, ব্যাংক জবসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির একটি অন্যতম প্লাটফর্ম।
 

Link copied!